নিজস্ব প্রতিবেদক।।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা জেলা ইউনিটের নেতৃবৃন্দ বলেছেন, সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি হলেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যের মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পদোন্নতি ও বৈষম্য সমাধানের দাবি তুলে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ ও অর্জিত ছুটি সমস্যা, নয় বছর ধরে আটকে থাকা পদ সৃজনের কাজ এবং দুই বছর ধরে বন্ধ থাকা পদোন্নতি সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা জেলা ইউনিটের সভাপতি প্রফেসর মো. মশিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ যুবায়ের মিয়া, প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, জহিরুল হক স্বপন, মো. শফিকুল ইসলাম, মো. মঈন উদ্দিন, মো. জসীম উদ্দীন, মো. মিজানুর রহমান, ড. মোহাম্মদ উল্লাহ, মো. আশিকুর রহমান ও মো. আনোয়ার হোসেন সহ ইউনিটের সদস্যবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page