পুলিশি বাধা উপেক্ষা করে ব্রাহ্মণপাড়ায় বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার।।
পুলিশি বাধা উপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা-মিরপুর সড়কের দক্ষিণ বাজারে ভোট বর্জনের আহবান জানিয়ে এই লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আসন্ন উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেরা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page