নিউজ ডেস্ক।।
কুমিল্লা নিউজে প্রকাশিত ”আইসিএল শফিক ও তার সহযোগিকে অস্ত্রসহ গ্রেপ্তার” সংবাদের সংশোধনী দেয়া হলো।
প্রকাশিত সংবাদে বলা হয় আইডিয়েল কো-অপারেটিভ লিমিটেড (আইসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এইচএনএম শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশ। এছাড়া তার সহযোগি মো. কামাল হোসেনকে ১৯ ফেব্রুয়ারি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ।
প্রকৃত পক্ষে দুটি ঘটনা আলাদা সময়ে ও আলাদা স্থানে। এছাড়া ওই সংবাদে অস্ত্রসহ গ্রেফতার মো. কামাল হোসেনকে এইচএনএম শফিকুর রহমানের সহযোগী/দেহরক্ষী উল্লেখ করা হয়।
মুলত কামাল হোসেনের সাথে এইচএনএম শফিকুর রহমানের কোন সম্পর্কের তথ্য পাওয়া যায় নি।
তাই প্রকাশিত সংবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন কতৃপক্ষ।