প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী আনোয়ার

সংবাদ বিজ্ঞপ্তি।।
আমি মোঃ আনোয়ার হোসেন পিতা মৃত আব্দুল সামাদ সাং ধনুয়াখলা, পোস্ট অফিস-শরৎনগর থানা-কোতোয়ালী মডেল,জেলা-কুমিল্লা।

আমি একজন প্রবাসী গত পাঁচ মাস ধরে আমার প্রতিবেশী আমার উত্তরাধিকারীদের জমি নিয়ে আমাদের অজান্তে গোপনে কম দামে ক্রয় করে দখল করে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিল, এ নিয়ে আমাদের সাথে তাদের মনোমালিন্যর সৃষ্টি হয়, মাটি ভরাটে আমরা বারণ করলে বিরোধের সৃষ্টি হয় এরপর এই নিয়ে আমারা কুমিল্লা আদালতে একটি প্রিএমসন মামলা নং-৭৯/২৪ করি।

মামলাটি চলমান আছে, এরমধ্যে ঐ জমিতে বিবাদী হুমায়ুন কবির ও সাইফুল ইসলাম মিলে মাটি ভরাটের কাজ চালিয়ে যায়,আমরা পরবর্তীতে ১৪৫ ধারায় আরেকটি মামলা করি মামলার নং ৪৭/২৫,পরবর্তীতে পুলিশের এসআই ফিরোজ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে এ জমিতে কোন কিছু না করার নোটিশ প্রদান করেন, আমরা বাধা দিলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়,গোপনে কুমিল্লা আদালতে বানোয়াট ঘটনা সাজিয়ে মামলা করে, এ খবর জানতে পেরে আমি সহ আমরা অবাক হয়েগেছি, এলাকাবাসী এই মামলার খবর শুনে বিস্মিত হয়েছেন অনেকে, কারণ এই ধরনের মামলার ঘটনা ঘটেনি ,আমি এই মিথ্যা মামলা দায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই মর্মে প্রতিবাদ লিপি জানাইতেছি যে আমাদের গ্রামের ইসমাইল হোসেন স্বপন,আখতার হোসেন, সুমন,হুমায়ুন কবির,সাইফুল ইসলাম, সর্ব পিতা আলী আহমদগণ এবং দলীয় ভূমিধস্যগণ পরস্পর যোগসাজসে আমার সহোদর ছোট ভাইকে বলুব্ধ করিয়া প্ররোচনা দিয়ে আমাদের কর্তৃক তফসিলভুক্ত জেলা- কুমিল্লা,থানা- কুমিল্লা সদর,মৌজা-ধনুয়াখলা,আর এস ১৬৮ বি এস ১১৮ নং খতিয়ান,সাবেক ১৩১৩দাগ,হাল৪০৬৬দাগে নাল মোয়াজে ১৪(চৌদ্দ) শতক ভূমির আদরে২( দুই) শতক ভূমি আমাদের হিস্যা বণ্টননামা দলিল না হওয়া সত্বেও আমার সহোদর ছোট ভাই দেলোয়ার কে ভুল বুঝাইয়া ইসমাইল হোসেন স্বপন, আখতার হোসেন,সুমনের নামে দলিল করিয়ে নিয়েছে।

এতফসীলভুক্ত জায়গা সংক্রান্তে উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে পিআর মামলা নং৪৭/২৫ ধারা ফৌ:কা:বি:১৪৫,তা-১৪/০১/২৫ইং দায়ের করা হইয়াছে এবং যা বিজ্ঞ আদালতে বিচারাধীন, এরই জের ধরে উল্লেখিত হুমায়ুন কবির,সাইফুল ইসলাম, বাদী হইয়া আমরা আমরা ৩ ভাই আনোয়ার, মনির এবং দেলোয়ারদের বিরুদ্ধে বিজ্ঞা আদালতে সি আর মামলা ১৯৩/২৫ইং,ধারা-৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৩০৭/৫০৬(২)/৩৪দ:বি:দায়ের করে,যাহা অসত্য ও মিথ্যা এবং বানোয়াট মর্মে আমরা ধনুয়াখালা এলাকাবাসী ১/মোহাম্মদ অলি উল্লাহ অলি স্যার,পেশা-শিক্ষক,২/মোহাম্মদ ফরিদ উদ্দিন, ৩/আব্দুর রাজ্জাক,পেশা-ব্যবসা ।৪/মনির হোসেন,পেশা-ব্যবসা।৫/মাহবুব আলম পেশা-ব্যবসা,৬/ আবুল হাসেম পেশা-প্রবাসী।৭/আবুল কাশেম পেশা -ব্যবসা ৮/মোঃ সেলিম পেশা-কৃষক, ৯/খোরশেদ আলম পেশা-কৃষক, ১০/মোস্তফা কামাল গ্রাম প্রতিনিধি সহ সর্ব সাং ধনুয়াখলা,থানা-কোতয়ালী মডেল,জেলা- কুমিল্লা, গংদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ করিতেছি। উক্ত ভূমি জোরপূর্বক দখল করিতে ব্যর্থ হয়ে কতেক মিথ্যা উক্তিতে আমার বিরুদ্ধে স্থানীয় একটি পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আমারও আমার পরিবারের মান সম্মান চরমভাবে ক্ষুন্ন করিয়াছে। আমি এই ঘটনা ও সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক আনোয়ার হোসেন, পিতা আব্দুস সামাদ, সাং ধনুয়াখলা, কোতোয়ালি কুমিল্লা

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page