বঙ্গবন্ধুর জন্মদিনে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্ভোধন, পুষ্পস্তবক অর্পন,কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৭ মার্চ) শুক্রবার সকালে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ক্যাম্পাসে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি । পরে তিনি অধ্যক্ষকে নিয়ে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুন, ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ ফারুক, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন ভূইঁয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান খান, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা নাজমুল হাসান শাওন, সহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটাঁ এবং পুরুষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সাথে সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বে সবাই কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page