বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুমিল্লা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জহিরুল হক বাবু।।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুমিল্লা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, মহানগর আওয়ামেলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মোঃ সেলিমুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মোল্লা, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ এডভোকেট সর্দার মোহাম্মদ আলী আজাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুর রহমান।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আবদুল হান্নান অর্ণব এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বাঁধন বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, ৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হয়েছেন, এখন ৪১ সালের স্মার্ট বাংলাদেশ করতে কাজ করছেন, তিনি, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page