বঙ্গবন্ধু জীবন-দর্শন প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দিতে হবে -অধ্যক্ষ আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য আজীবন কাজ করেছেন। তার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের ঋণী করে গেছেন। তার রক্তে এই মাটি উর্বর হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য স্বপ্নের বীজ বুনে গেছেন ,রেখে গেছেন মহান আদর্শ। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোক দিবস পালন কমিটির আহŸায়ক ও গনিত বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ ফারুক।

বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুন, প্রভাষক নার্গিস আফরোজ, প্রভাষক আবদুল হান্নান, প্রভাষক সোহেল কবীর ,প্রভাষক মায়মুন শরীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সহ শিক্ষকবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page