মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রবাসী ও দেশে থাকা বন্ধু মহলের অর্থায়নে অসহায় বিধবা নারী সুরমা বেগমের জন্য নির্মাণ করা হয়েছে ‘ছায়ানীড়’। এখানেই তিনি স্বজনদের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করবেন। মহাখুশী বিধবা সুরমা বেগম ও তাঁর স্বজনরা। শনিবার বন্ধু মহলের উদ্যোক্তা সৌদি প্রবাসী মিজানুর রহমান সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে বিধবা সুরমা বেগমের হাতে ছায়ানীড়ের চাবি হস্তান্তর করেন।
এ সময় বিধবা আবেগ আপ্লুত হয়ে কান্না শুরু করে সৃষ্টিকর্তার কাছে বন্ধু মহলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, ব্যবসায়ী খোরশেদ আলম, কামাল উদ্দিন পাটোয়ারী, কাজী মহিউদ্দিন মুকুল, গ্রাম বাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল ও ভালবাসার দুর্গাপুর গ্রুপের প্রতিষ্ঠাতা গাজী রুবেল প্রমুখ।
জানা গেছে, বিধবা সুরমা বেগম তিন সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছেন। ভাঙা এবং ব্যবহার অনুপযোগী ঘরে কষ্টে বসবাস করতে হতো। এমন খবর পেয়ে সৌদি প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান উদ্যোগ নিয়ে বন্ধু মহলের অর্থনৈতিক সহায়তা ছায়ানীড় নির্মাণ করেন। এতে অর্থ দিয়েছেন; আমেরিকা প্রবাসী কাজী এনামুল হক, লন্ডন প্রবাসী শফিকুর রহমান, ফ্রান্স প্রবাসী সফিউল আজম সুমন, ইমাম হোসেন, গ্রাম বাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, সৌদিআরব প্রবাসী এম এ হাশেম, আবুল কালাম, নয়ন আহাম্মদ, বাহরাইন প্রবাসী মোহাম্মদ উল্লাহ ও ইসমাইল হোসেন।
আরো দেখুন:You cannot copy content of this page