কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

কুবি প্রতিনিধি।।
অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিভাগ দিবস উপলক্ষে বর্ণিল আয়োজন ছিল বিভাগটিতে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় র‍্যালির মাধ্যমে এ বিভাগ দিবস পালন শুরু হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে বিভাগের শিক্ষার্থীদের সাথে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বিভাগ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, চেয়ার খেলা, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগ দিবস নিয়ে কমিউনিকেশন ক্লাবের নব-নির্বাচিত ভিপি বিশ্বজিৎ সরকার বলেন, ‘কমিউনিকেশন ক্লাবের নির্বাচনের পরে এটাই আমাদের বিভাগের প্রথম অনুষ্ঠান। অনেকদিন পরে বিভাগ দিবস হওয়াতে বিভাগের শিক্ষার্থীরা আনন্দঘন ভাবে এটি পালন করছে। খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বিভাগ এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে। এরকম সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে আমরা আমাদের বিভাগকে এগিয়ে নিয়ে যাবো।’

বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ‘বিভাগ তার গতিতে এগিয়ে চলেছে, চলবে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শিক্ষক-শিক্ষার্থী সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো এজন্য আমার সহকর্মী এবং শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। প্রত্যেকের সহযোগিতায় বিভাগকে আমরা ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘একটি বিভাগ কোন ব্যক্তির একার নয়। এটি শিক্ষক-শিক্ষার্থী সকলের বিভাগ। তাই উন্নয়নের স্বার্থে সবারই কাজ করতে হবে এবং ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে সবাইকে বেরিয়ে এসে সামগ্রিকভাবে এগিয়ে চলতে হবে।’

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিশ্ববিদ্যালয়ের ইয়াং ডিপার্টমেন্ট। বিভাগটি অল্প সময়ে অনেকদূর এগিয়ে গেছে এবং সবকিছুতেই খুবই ভালো করছে। এটা দেখে ভালো লাগে। শিক্ষার্থীরাও খুব ভালো করছে। অথেনটিক লার্নিংয়ে ইতোমধ্যে তাদের স্বাক্ষর রেখেছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page