বাংলাদেশ আজ নিজের টাকায় চলতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

মোঃ জহিরুল হক বাবু।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যখন আজ সবদিক থেকে স্বয়ং সম্পন্ন, উন্নত হচ্ছে, তখন ওনারা এসে মানবতার কথা বলেন, গনতন্ত্রের কথা বলেন। বাংলাদেশ আজ নিজের টাকায় চলতে পারে, ওনাদের সাহায্য ছাড়াই বাংলাদেশ চলতে পারে। বাংলাদেশ আজ ফকির মিসকিনের দেশ না, একটা গর্বিত জাতি।

শনিবার (১১ নভেম্বর) বিকালে কুমিল্লার লাকসামে বিভিন্ন অবকাঠামোর ভিত্তি প্রস্থর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা আনসার কমান্ডার শাহেদুল ইসলাম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস প্রমুখ।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-সদস্য, কাউন্সিলর, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ ভবন ও এলজিইডি, লাকসাম উপজেলা এবং পৌরসভাধীন বিভিন্ন অবকাঠামোর ২৪ টি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপন ও শুভ উদ্বোধন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page