বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব সম্মেলনে কমিটি ঘোষনা; সেবক ভট্টাচার্য সভাপতি ও কাজী মাহতাব সুমন মহাসচিব

আলমগীর হোসেন।।
বাংলা সংস্কৃতি বলয়ের দুদিন ব্যাপী প্রথম বিশ্ব সম্মেলন শনিবার রাতে শেষ হয়েছে। সম্মেলনের মাধ্যমে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটি ঘোষনা করা হয়েছে। সেবক ভট্টাচার্যকে সভাপতি ও কাজী মাহতাব সুমনকে মহাসচিব করে বাংলা সংস্কৃতি বলয়ের ২৯ সদস্য বিশিষ্ট্য বিশ্ব কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে সহ সভাপতি হলেন, কাজল অধিকারী, মনোরঞ্চন দেব, ইমদাদুল হক, দীপক চন্দ্র ঘোষ, মানসী সাধু। সহ-মহাসচিব হলেন দেবাসীস ভট্টাচার্য, ডা. জেসমীন বুলী, এস এ এম আল মামুন।

সচিব (সাহিত্য ও গবেষণা) ড. কাকলী ধারা মন্ডল, সচিব (নাটক) তপেশ বন্দোপাধ্যায়, সচিব (সংঙ্গীত) অনিন্দিতা রায়, সচিব (নৃত্য)পূর্ণশ্রী ঘোষ, সচিব (বাচিক) সুবর্ণা চৌধুরী, সচিব (চিত্র ও ভাস্কর্য) রুবেল কুদ্দুস, সাংগঠনিক সচিব সাত্বত লোধ, দপ্তর সচিব রেজওয়ানুল কবির সুমন, কোষাধক্ষ্য মোঃ আল-আমিন।

নির্বাহী সদস্যরা হলেন বাপ্পা চক্রবর্তী, সৌরভ ঘোষ, কৌশিক বন্দোপাধ্যয়, সুব্রত দেবনাথ, ড. মোঃ শেক সাদী, সৈয়দ ফয়সাল আহসান, দেলোয়ার হোসেন জাকির,দেলোয়ার হোসাইন আকাইদ, কামাল হোসেন ও শাহ মুজিবুল হক । আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়।

বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার।

উপদেষ্টা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, আগরতলা পৌরসভার মেয়র শ্রী দীপক মজুমদার, হাসিম আপু, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার।

শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপরার আগরতলা পৌরসভার মেয়র শ্রী দীপক মজুমদার, বিশিষ্ট্য নারী নেত্রী মেহেরুন নেছা বাহার।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির নব নির্বাচিত সভাপতি সেবক ভট্টাচার্য, মহাসচিব কাজী মাহতাব সুমন, বাংলা সংস্কৃতি বলয় এর সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষসহ অন্যরা।

কুমিল্লা নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজিত সম্মেলনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলা সংসদের ১৫০ প্রতিনিধিসহ বিশিষ্ট্যজনরা অংশ নেয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page