নিজস্ব প্রতিবেদক।।
বাইউস্ট মেইল হল প্রিমিয়ার লীগ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচ গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে ৷
তীব্র প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে হলের আবাসিক শিক্ষার্থীরা মোট আটটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় রিফাত আলমের দল তিন রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন নেহাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট হন নাইম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে টুর্নামেন্ট ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কর্ণেল (অব:)প্রফেসর মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্ণেল (অব:) বদরুল আহসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবদুর রশীদ, ইইই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান, সিভিল ইইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইমাম হোসেন।