
আলমগীর কবির।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানায় আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঙ্গরা থানা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বাঙ্গরা থানা জেলা পরিষদ মার্কেটে আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত বাঙ্গরা থানার সভাপতি মাওলানা মুফতি সৈয়দ মাহবুবুল আলম নুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কায়কোবাদ বলেন, “আহলে সুন্নাত একটি অরাজনৈতিক সংগঠন। যুগ যুগ ধরে ঈমান-আকিদা রক্ষা ও সামাজিক-মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। সেই ধারাবাহিকতায় আমরা সংগঠনকে আরও গতিশীলভাবে পরিচালনা করব এবং বাঙ্গরা থানার দশটি ইউনিয়নে কমিটি গঠন করে কার্যক্রম বিস্তৃত করব।”
অনুষ্ঠানের প্রধান বক্তা মোহাম্মদ জাবের হোসাইন বলেন, “ইতিমধ্যে দেশের বিভিন্ন মাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সকল সুন্নী মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন আস-সাবেরী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন অর্থ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম হানাফী নাজেরী এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ হোসাইন মুরাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসাইন মুজাহিদী, যুগ্ম সম্পাদক ক্বারী সাইদুল জিহাদী, হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা আব্দুল বাছির সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী সাব্বির হোসাইন সাইফুল্লাহ, সহ সভাপতি মুফতি একেএম আব্দুল হক কাদেরী, সহ প্রচার সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান সালেহী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রাসেল আল আহনাফ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মো. আতিকুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম আশেকী এবং নির্বাহী সদস্য মো. শাহিন সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে নতুন অফিস উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন হয়।