০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

বিএনপির নেতা কুমিল্লা সিটি মেয়র সাক্কুর পক্ষে সংবাদ সম্মেলন

  • তারিখ : ০৩:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • 282

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সিটি মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে নিয়ে জেলা ছাত্রদলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সারের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মেয়র পক্ষের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নজরুল হক ভুইয়া স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রউফ চৌধুরী ফারুক, ভিপি জসিমসহ নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল হক ভুইয়া স্বপন তার লিখিত বক্তব্যে বলেন, ভিডিও নিয়ে মিথ্যাচার করছে হাজী আমিনুর রশীদ ইয়াছিন গ্রুপ। তারা ৫২ মিনিটের ভিডিওটিকে সুপার এডিট করে ২ মিনিটের ভিডিও তৈরী করেছেন। পরে তা সোশাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। এছাড়াও হাজী আমিনুর রশীদ ইয়াছিন একজন ব্যবসায়ী। তিনি কখনো দলের দুঃসময়ে ছিলেন না উল্লেখ করে নজরুল হক ভুইয়া স্বপন আরো বলেন, দলের দুঃসময়ে ছিলেন মেয়র সাক্কু। হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও তার অনুসারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।

সংবাদ সম্মেলনে দাবী করা হয় ২০১৮ সালে হাজী আমিনুর রশীদ ইয়াছিন দলের নেতাকর্মীদের ছাড়াই তার শ্যালক নিজাম উদ্দিন কায়সার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী দিয়ে নির্বাচন পরিচালনা করে। পরে নির্বাচনের সপ্তাহখানেক আগে মাঠ ছেড়ে চলে যান।
কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের আংশিক কমিটির প্রায় সব নেতাকর্মী একই এলাকার উল্লেখ করে বলা হয় ছাত্রদল কি এতই ছোট যে একটি গলিতে আবদ্ধ করতে হবে।

এদিকে ২৩ ডিসেম্বর বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মো.মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাজী আমিনুর রশীদ ইয়াছিনের অনুসারী নেতাকর্মীরা। মেয়র সাক্কু বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। বুধবার নগরীর ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর- রশিদ ইয়াছিনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়।

error: Content is protected !!

বিএনপির নেতা কুমিল্লা সিটি মেয়র সাক্কুর পক্ষে সংবাদ সম্মেলন

তারিখ : ০৩:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সিটি মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে নিয়ে জেলা ছাত্রদলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সারের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মেয়র পক্ষের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নজরুল হক ভুইয়া স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রউফ চৌধুরী ফারুক, ভিপি জসিমসহ নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল হক ভুইয়া স্বপন তার লিখিত বক্তব্যে বলেন, ভিডিও নিয়ে মিথ্যাচার করছে হাজী আমিনুর রশীদ ইয়াছিন গ্রুপ। তারা ৫২ মিনিটের ভিডিওটিকে সুপার এডিট করে ২ মিনিটের ভিডিও তৈরী করেছেন। পরে তা সোশাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। এছাড়াও হাজী আমিনুর রশীদ ইয়াছিন একজন ব্যবসায়ী। তিনি কখনো দলের দুঃসময়ে ছিলেন না উল্লেখ করে নজরুল হক ভুইয়া স্বপন আরো বলেন, দলের দুঃসময়ে ছিলেন মেয়র সাক্কু। হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও তার অনুসারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।

সংবাদ সম্মেলনে দাবী করা হয় ২০১৮ সালে হাজী আমিনুর রশীদ ইয়াছিন দলের নেতাকর্মীদের ছাড়াই তার শ্যালক নিজাম উদ্দিন কায়সার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী দিয়ে নির্বাচন পরিচালনা করে। পরে নির্বাচনের সপ্তাহখানেক আগে মাঠ ছেড়ে চলে যান।
কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের আংশিক কমিটির প্রায় সব নেতাকর্মী একই এলাকার উল্লেখ করে বলা হয় ছাত্রদল কি এতই ছোট যে একটি গলিতে আবদ্ধ করতে হবে।

এদিকে ২৩ ডিসেম্বর বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মো.মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাজী আমিনুর রশীদ ইয়াছিনের অনুসারী নেতাকর্মীরা। মেয়র সাক্কু বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। বুধবার নগরীর ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর- রশিদ ইয়াছিনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়।