বিএনপি’র পরিণতি আওয়ামী লীগের মতো না হয় সেদিকে সজাগ থাকতে হবে- কৃষিবিদ হাসান জাফির তুহিন

জহিরুল হক বাবু।।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বিএনপি’র যেন এই পরিণতি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এমন কাজ কোন দিনও করবে না, যেই কাজের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, ধানের চারা ও সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন আরো বলেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে বিএনপি’র হাতেই গণতন্ত্র নিরাপদ, বিএনপি’র হাতেই বাংলাদেশের অর্থনীতি নিরাপদ, বিএনপি’র হাতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। তাই আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকেই বেছে নিবে জনগন।

কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মো. মামুনুর রশীদ খান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদাৎ হোসেন বিপ্লব, সহ- সাংগঠনিক কে এম মামুনুর রশীদ, প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. এনায়েত উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর হোসেন শাহিন, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বুড়িচং কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমানসহ আরও অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page