নিজস্ব প্রতিবেদক।।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
৩০ জুলাই রবিবার বিকাল ৪ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি নগরীর কান্দিরপাড় রামঘাট দলীয় কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সায়েরিন সায়ের, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, উপ-দপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর যুবলীগের আহবায়ক সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদের নেতৃত্বে মহানগর যুবলীগ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসের নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক সোহেল হায়দার ও জুনায়েদ সিকদার তপু নেতৃত্ব মহানগর কৃষক লীগ, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিসুর রহমান ভূইয়া, যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ চৌধুরী সুমন, নজরুল ইসলাম মাষ্টারের নেতৃত্বে মহানগর শ্রমিক লীগ, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনিরুজ্জান মনিরের নেতৃত্বে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ সিহানুক, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ সোহেলের নেতৃত্ব মহানগর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর।
আরো দেখুন:You cannot copy content of this page