০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চাই- এবি পার্টি নেতা স্থপতি তানভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিল লাল সবুজ বুড়িচংয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে স্মারকলিপি মুরাদনগরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ দাউদকান্দিতে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বৃত্তি প্রদান বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী কমিটির সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১০:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 162

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ড্রেজার মেশিনটিও বিকল করে দেওয়া হয়।

সোমবার বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক ও বুড়িচং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর ব্যবহার করা না যায়।

ইউএনও তানভীর হোসেন বলেন, “দক্ষিণ শ্যামপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ধরনের কর্মকাণ্ড নদী-নালা ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও বসতভিটার ক্ষতি হচ্ছে এবং গ্রামীণ সড়কও ভেঙে যাচ্ছে। প্রশাসনের এ পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, কৃষি জমি নষ্ট হয় এবং ভাঙন বৃদ্ধি পায়। এসব কারণে সরকার বারবার ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধ মাটি উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে।

error: Content is protected !!

বুড়িচংয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

তারিখ : ১০:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ড্রেজার মেশিনটিও বিকল করে দেওয়া হয়।

সোমবার বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক ও বুড়িচং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর ব্যবহার করা না যায়।

ইউএনও তানভীর হোসেন বলেন, “দক্ষিণ শ্যামপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ধরনের কর্মকাণ্ড নদী-নালা ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও বসতভিটার ক্ষতি হচ্ছে এবং গ্রামীণ সড়কও ভেঙে যাচ্ছে। প্রশাসনের এ পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, কৃষি জমি নষ্ট হয় এবং ভাঙন বৃদ্ধি পায়। এসব কারণে সরকার বারবার ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধ মাটি উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে।