১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

বুড়িচংয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৬৭ জন

  • তারিখ : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 75

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট ২,৪৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২,৪০১ জন। অনুপস্থিত ছিলেন ৪৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম পরীক্ষায় মোট ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উপস্থিত ও ২২ জন অনুপস্থিত ছিলেন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার পরিবেশ ও কেন্দ্রগুলোর প্রস্তুতি পরিদর্শনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি পরীক্ষার্থীদের জন্য একটি নকলমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুপস্থিতদের বিষয়টি বোর্ডে পাঠানো হবে।”

উল্লেখ্য, উপজেলার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যবেক্ষক টিমের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

error: Content is protected !!

বুড়িচংয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৬৭ জন

তারিখ : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট ২,৪৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২,৪০১ জন। অনুপস্থিত ছিলেন ৪৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম পরীক্ষায় মোট ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উপস্থিত ও ২২ জন অনুপস্থিত ছিলেন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার পরিবেশ ও কেন্দ্রগুলোর প্রস্তুতি পরিদর্শনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি পরীক্ষার্থীদের জন্য একটি নকলমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুপস্থিতদের বিষয়টি বোর্ডে পাঠানো হবে।”

উল্লেখ্য, উপজেলার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যবেক্ষক টিমের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।