০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মী সভা কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার ৩১ দফা বাস্তবায়নে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ মুরাদনগরে খাল দখল ও আবর্জনায় জলাবদ্ধতায় ভুগছে দুই গ্রামের মানুষ বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক কুমিল্লা সীমান্তে বিজিবি অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে- কুমিল্লায় ডা. তাহের মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৯৫; জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন

  • তারিখ : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 106

জহিরুল হক বাবু।।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯৫ শতাংশ।

উপজেলার ৪০টি বিদ্যালয় থেকে মোট ২,৯৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২,০২৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৯৫৪ জন। এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। তবে উপজেলার কোনো বিদ্যালয়ই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।

একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে মোট ১,১৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১১ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বুড়িচং উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৮৯ জন। পাশের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ে মাদ্রাসা বোর্ডে পাশের হার তুলনামূলকভাবে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার তুলনামূলকভাবে কম।

error: Content is protected !!

বুড়িচংয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৯৫; জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন

তারিখ : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯৫ শতাংশ।

উপজেলার ৪০টি বিদ্যালয় থেকে মোট ২,৯৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২,০২৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৯৫৪ জন। এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। তবে উপজেলার কোনো বিদ্যালয়ই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।

একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে মোট ১,১৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১১ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বুড়িচং উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৮৯ জন। পাশের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ে মাদ্রাসা বোর্ডে পাশের হার তুলনামূলকভাবে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার তুলনামূলকভাবে কম।