বুড়িচংয়ে ‘জুলাই স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আবিদপুর

মো.জাকির হোসেন।।
বুড়িচং মোকাম ইউনিয়ন বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন ‘ জুলাই স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্টে ডুবাইরচর একাদশ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবিদপুর একাদশ।

শনিবার বিকাল ৫ টায় কাবিলা বাজার ভূমি অফিস সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট আয়োজিত হয়। টস জিতে ব্যাট করতে নেমে আবিদপুর টিম ৫১ রানের টার্গেট দেয় ডুবাইরচর টিমকে। খেলার দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৪২ রান সংগ্রহ করে ডুবাইরচর টিম। এর আগে ২১শে ফেব্রুয়ারিতে মোট ২৭টি গ্রামের উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সদস্য সচিব মো.ইয়াসিন আরাফাত হিমু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অপু, দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান, অহিদ মেম্বার, মো.জাকির,মেম্বার আবাদ মেম্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোকাম ইউনিয়ন আহ্বায়ক মো. মুনঝিরুল ইসলাম, মুখপাত্র মাহমুদ তাহসান লিটন, সদস্য সচিব মো.তারেকুল ইসলাম যুগ্ম সদন্য সচিব সবুজসহ কমিটির নেতৃবৃন্দ, মোকাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আবিদপুর টিমের খেলোয়ার মেহেদী হাসান বলেন, আমাদের টিমের সকল প্লেয়ার ভালো খেলেছে। জয়ের জন্য সকলে সর্বোচ্চ চেষ্টা করেছে। সকলের প্রচেষ্টায় আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি। এতে আমার টিমের সবাই আনন্দিত।

কুমিল্লা জেলা সদস্য সচিব মো.ইয়াসিন আরাফাত হিমু বলেন, আগামী নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মের ভূমিকা রাখা সম্ভব না। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ হবে মাদকমুক্ত বাংলাদেশ। যা এ ক্রিকেট টুর্নামেন্ট প্রমাণ করেছে।

এ সময় জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অপু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। খেলায় জয়-পরাজয় থাকবে। যারা জয় লাভ করেছে তাদের জন্য শুভকামনা রইল এবং বিজিতাদের জন্য আগামী দিনের জন্য শুভ কামনা রইল। দুইটা দল দারুন খেলা উপহার দিয়েছে। আমরা এ খেলার আয়োজনের মধ্যে দিয়ে মোকাম ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের তরুণদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page