বুড়িচংয়ে বন্যার্তদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা-ঔষধ বিতরন

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার বুড়িচংয়ের শিকারপুর গ্রামে প্রফেসর নূরুল ইসলাম এর বাড়িতে দিনব্যাপী সহস্রাধিক বন্যার্তদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে শিকারপুর গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের ১ হাজারের অধিক রুগীকে বিনামুল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন , চর্ম ও যৌন রোগের চিকিৎসক ডা. মো: সাইফুল ইসলাম ভূঁইয়া (ইমন) , সার্জারী বিশেষজ্ঞ ডা. এ. কে সরকার এবং গাইনী বিশেষজ্ঞ ডা.ফরিদা ইয়াসমিন চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প এর সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিকেল টিম এসএসসি- ২০০৬ এবং এইচএসসি -২০০৮ স্টুডেন্টস অফ বাংলাদেশ।

উল্লেখ্য, প্রফেসর নূরুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে গোমতী নদীর বাঁধ ভাঙার ফলে ৪৭ টি আশ্রয়হীন পরিবারের ১৫৭ জনের অধিক সদস্য এখানে ১০ দিনের ও বেশি অবস্থান করেন ।

এই মানুষ গুলোর কথা চিন্তা করে প্রফেসর নূরুল ইসলাম ভূঁইয়া নিজে এবং তার পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে না গিয়ে বরং এই অসহায় লোকদের সেবায় নিয়োজিত ছিলেন।

তাঁরই ধারাবাহিকতায় এই ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করেন তার ছেলে ডা. মো: সাইফুল ইসলাম ভূঁইয়া (ইমন) ও তাঁর বন্ধুরা।

বিনামুল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়ে ও ঔষধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page