বুড়িচংয়ে ভোটারদের জন্য রান্না করা ভাত-মাংস গেলো এতিমখানায়; জরিমানা ১০ হাজার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় সমর্থকদের ভাত ও মাংস খাওয়ানোর দায়ে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। এসময় রান্না করা ভাত ও মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

এ সময় ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনর সমর্থক মোঃ আবুল খায়ের’কে১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম জানান, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান এর বাড়িতে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন এর পক্ষে ভোটারদের মাঝে সাদা ভাত ও মাংস খাওয়ানোর আয়োজন করা হয়।

এই অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১০(চ) বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো: আবুল খায়ের (৩২) নামে এক ব্যক্তিকে ১০ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় জব্দকৃত খাবার বাকশূমূল ইউনিয়নের আজ্ঞাপুর এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page