
কুমিল্লা নিউজ।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাকশিমুল এলাকায় অভিযান চালায়। অভিযানে সালমা বেগম (২৮) নামে এক মহিলার কাছ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করে।
মাদক উদ্ধারের ঘটনায় বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদলা দায়ের করা হয়েছে।