বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম

মো. জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে বিদ্যুতের মিটার লাগানোকে কেন্দ্র করে মোঃ আঃ করিম নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘনটায় আহত মুক্তিযোদ্ধার ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের রামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল করিমের সাথে পার্শ্ববর্তী মোঃ রেজাউল করিম সুমন, সুলতান আহাম্মদ, মোসাঃ শানু বেগম ও মোসাঃ খুকী বেগম এর বিরোধ চলে আসছিলো।

গত বুধবার সকালে বাড়ীর পাশে বিদ্যুতের খুটি থেকে মুক্তিযোদ্ধা আঃ করিমের নতুন সংযোগ দিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে মুক্তিযোদ্ধা আঃ করিমের উপর হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে গুরতর আহত করে।

আ: করিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকী দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আবদুল করিমকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘনটার পর স্থানীয় লোকজন বিষয়টি মিমাংশার চেষ্টা করে ব্যার্থ হলে আহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে উপরোক্ত চার জনের নামে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই কামাল হোসেন জানান, অভিযোগ হাতে পেয়েছি, দ্রæত সময়ের মধ্যে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page