
নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচংয়ে পরিবেশ দূষণের অভিযোগে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার পারুয়ারা এলাকায় বেশ কয়েকটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।
এতে পরিবেশ অধিদপ্তর, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হালিমা খাতুন ও উপজেলা কমিশনার ভূমি কর্মকর্তা ছামিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ছাড়পত্রবিহীন কার্যক্রম পরিচালনা করা, খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা, ৭০ ফুটের কম উচ্চাতার চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য দ্বারা খাল দূষণসহ ইত্যাদি অপরাধে ইয়াসিন এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।
গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, আল মদিনা অটোরাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। মক্কা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা, হাশিয়া অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং হাজী আবদুল বারেক অটো রাইস মিলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা।