আতাউর রহমান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
মঙ্গলবার ( ১৯ আগস্ট ) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জোহরা জোহরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, আনসার বিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার ব্রাহ্মণপাড়া থানা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দপ্তর প্রধানদের নানা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও এ সময় তিনি উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।