০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদকসেবীর কারাদণ্ডসহ ৭ জনকে জরিমানা

  • তারিখ : ০৩:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 87

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৭ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার, হরিমঙ্গল, তেঁতাভূমি, সেনের বাজার ও শশীদল রেলস্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানায়, গাঁজা সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আরও বিভিন্ন অভিযোগে দেওয়া জরিমানার বিবরণ:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে এক হোটেল মালিককে ৪ হাজার টাকা জরিমানা

এক মুদি দোকানি ও এক কনফেকশনারিকে ৩ হাজার টাকা

যানজট সৃষ্টির দায়ে কাভার্ডভ্যান ও পিকআপ চালককে ৭ হাজার টাকা

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা

আর এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাহমুদা জাহান বলেন, “মাদক ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।”

এ ধরনের অভিযান এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদকসেবীর কারাদণ্ডসহ ৭ জনকে জরিমানা

তারিখ : ০৩:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৭ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার, হরিমঙ্গল, তেঁতাভূমি, সেনের বাজার ও শশীদল রেলস্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানায়, গাঁজা সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আরও বিভিন্ন অভিযোগে দেওয়া জরিমানার বিবরণ:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে এক হোটেল মালিককে ৪ হাজার টাকা জরিমানা

এক মুদি দোকানি ও এক কনফেকশনারিকে ৩ হাজার টাকা

যানজট সৃষ্টির দায়ে কাভার্ডভ্যান ও পিকআপ চালককে ৭ হাজার টাকা

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা

আর এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাহমুদা জাহান বলেন, “মাদক ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।”

এ ধরনের অভিযান এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।