মো. বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
(১৬ আগস্ট) শনিবার সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এই সংবর্ধণা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আজিজুল হক। ইসলামি সংগীত পরিবেশন করেন গোমতি শিল্পগোষ্ঠীর শিল্পীরা।
এতে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আজাদ হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ কাউছার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন।
প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব এনায়েত উল্লাহ ইউছুফজী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ রাসেল, সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহীম খলিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দরা।
এসময় ছাত্রশিবির নেতা আফনাম মোজাহিদ, ওমর সানি, আব্দুল্লাহ আল জুবায়ের, মো. ফখরুল ইসলাম, মো. জাহিদুল ইসলামসহ শিবিরের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।