ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ কাউসার (৩৭) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চারিপাড়া (উত্তরপাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত মোঃ কাউসার ওই এলাকার হাজী তাজুল ইসলাম (তরু হাজী) এর ছেলে। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কাউসার নিজের বাড়ির উত্তর পাশে জমিতে ধান রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। জমিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দেওয়ার জন্য তিনি নিজ ঘর থেকে তার টেনে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তার সাথে থাকা ছোট ভাই জমির হোসেন দ্রুত চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ছুটে এসে কাউসারকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কাউসার ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক ছিলেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন বিদেশে শ্রম দিয়ে দেশে ফিরে এমন করুণ মৃত্যু সত্যিই বেদনাদায়ক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page