ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ২নং শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শিদলাই আজম খান মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ক্বারী হাফেজ আবু বকর। ইসলামি সংগীত পরিবেশন করেন খোরশেদ আলম খান টিটু।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিদলাই ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ আবু কাউছার সরকার এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল বারী, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক। এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি আবু কাউছার আরমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল, উপাধ্যক্ষ আবু হানিফ, বাহারুল ইসলাম, আবুল কালাম আজাদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page