ব্রাহ্মণপাড়ায় দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ এপ্রিল ) সকালে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি পশ্চিম পাড়ায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আমির হোসেন মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব প্রাক্তন স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব ওমর সানী, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

ব্লাড গ্রুপিং করতে আসা হুমাইরা জান্নাত নামের ৯ বছর বয়সী শিশু বলেন, আমি আমার রক্তের গ্রুপ জানতাম না। তবে আজকে এখানে এসে পরীক্ষার মাধ্যমে আমার রক্তের গ্রুপ জানতে পেরেছি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনটির সভাপতি মো. আমির হোসেন মাস্টার বলেন, প্রতিটি মানুষ তার রক্তের গ্রুপ জানা জরুরি। অনেক নিম্নশ্রেণীর মানুষ টাকার ও সহজলভ্যতার অভাবে নিজেদের রক্তের গ্রুপ জানেন না, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ।

বিশিষ্ট ব্যক্তিত্ব ওমর সানী বলেন, এ ধরনের মানবসেবামূলক কর্মসূচি সমাজ পরিবর্তনের একটি অংশ। এভাবে সমাজের সচেতন মানুষগুলো এগিয়ে এলে সাধারণ মানুষজন উপকৃত হবে। আর এভাবেই আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে। দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের এই ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্পেইন প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করব দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশন ভবিষ্যতেও মানব সেবামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page