০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে জরিমানা

  • তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 134

মো.বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানে দক্ষিণ চান্দলা বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। এছাড়া, লাইসেন্স নবায়ন না করাসহ স্বাস্থ্যবিধি ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা অভিযুক্ত ফার্মেসী মালিকদের মধ্যে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে জরিমানা

তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মো.বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানে দক্ষিণ চান্দলা বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। এছাড়া, লাইসেন্স নবায়ন না করাসহ স্বাস্থ্যবিধি ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা অভিযুক্ত ফার্মেসী মালিকদের মধ্যে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।