
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
শুক্রবার ( ১২ সেপ্টেম্বর ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে এ চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হয়।
এই ফ্রী মেডিকেল ক্যাম্পে ১৪ সদস্যের একটি মেডিকেল টিম অংশ নেয়। তারা দিনভর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সংগঠনটির পক্ষ থেকে রোগীদের চিকিৎসাপত্রের সঙ্গে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এছাড়াও এ মেডিকেল ক্যাম্প চলাকালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ছন্দুল হোসেন মাস্টার। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভূইয়া শিমুল। প্রধান মেহমান ছিলেন মোস্তাফিজুর রহমান।
প্রধান আলোচক ছিলেন শেখ মোহাম্মদ সাবের। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি ডা. মাওলানা মো. মাহবুবুর রহমান।নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।