ব্রাহ্মণপাড়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছক শিক্ষার্থীদের নিয়ে ইউস্যাব এর মতবিনিময়

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)৷ “এচিভ ইউর ড্রিমস দ্যা ওয়ে টু হায়ার এডুকেশন” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের এ সংগঠনটির উদ্যোগে গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী ও বিশ্ববিদ্যালয় প্রস্তুতির দিকনির্দেশনা প্রদানের জন্য এ সভার আয়োজন করে ইউস্যাব।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম৷ বিশেষ অতিথি ছিলেন ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার মো. ইউনুস সরকার৷ অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক ও ফজলে রাব্বী।

সভায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া ও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ উপস্থিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ প্রদান করেন৷

এসময় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রধান এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে বিস্তারিত আলোচনা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page