০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন; প্রকৌশলীর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সবাই এক এলাকার কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার মুরাদনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লায় তেল পরিমাপে গড়মিল, মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দুর্নীতি ও লুটপাটমুক্ত অর্থবহ পরিবর্তন চায় লেবার পার্টি : ডা. ইরান বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুবির প্রকৌশল অনুষদে ডিন’স অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীসহ ৩ জনের কারাদণ্ড

  • তারিখ : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 73

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর, সদর ইউনিয়নের নাইঘর ও দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এতে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শাহাদাৎ হোসেনের ছেলে মো. শাকিল ( ২২ ), উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ঝাড়ু মিয়া ( ৬০ ) ও উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে বাহারুল ইসলাম (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মো. শাকিলকে মাদক সেবন করে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করার অপরাধে এবং মাদকের টাকা চেয়ে মা-বাবাকে মারধর করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে কৌশলে বাঁচিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রয়োগের অপরাধে ঝাড়ু মিয়া নামের এক ব্যক্তিকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার বাহারুল ইসলাম নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদা জাহান বলেন, মাদক সেবন করে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। 

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীসহ ৩ জনের কারাদণ্ড

তারিখ : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর, সদর ইউনিয়নের নাইঘর ও দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এতে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শাহাদাৎ হোসেনের ছেলে মো. শাকিল ( ২২ ), উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ঝাড়ু মিয়া ( ৬০ ) ও উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে বাহারুল ইসলাম (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মো. শাকিলকে মাদক সেবন করে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করার অপরাধে এবং মাদকের টাকা চেয়ে মা-বাবাকে মারধর করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে কৌশলে বাঁচিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রয়োগের অপরাধে ঝাড়ু মিয়া নামের এক ব্যক্তিকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার বাহারুল ইসলাম নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদা জাহান বলেন, মাদক সেবন করে সামাজিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।