০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের

  • তারিখ : ১০:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 1171

আতাউর রহমান।।
স্কুল পরিদর্শনে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের নানা খোঁজখবর নেন। শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক হয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন।

এছাড়া তিনি ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জ্ঞানমূলক প্রশ্নোত্তরসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থী তাবাসসুম আক্তার মীম বলেন, হঠাৎ করে ইউএনও স্যার আমাদের ক্লাসে প্রবেশ করে আমাদের ক্লাস নেন। এ সময় তিনি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন।

ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ইউএনও মহোদয় আকস্মিক আমাদের স্কুলে এসে উপস্থিত হন। এ সময় তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এরপর তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তাঁর এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

ইউএনও মাহমুদা জাহান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সে লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ও দানে কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হচ্ছে। পরিদর্শনের অংশ হিসেবে আজকেও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের

তারিখ : ১০:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আতাউর রহমান।।
স্কুল পরিদর্শনে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের নানা খোঁজখবর নেন। শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক হয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন।

এছাড়া তিনি ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জ্ঞানমূলক প্রশ্নোত্তরসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থী তাবাসসুম আক্তার মীম বলেন, হঠাৎ করে ইউএনও স্যার আমাদের ক্লাসে প্রবেশ করে আমাদের ক্লাস নেন। এ সময় তিনি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন।

ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ইউএনও মহোদয় আকস্মিক আমাদের স্কুলে এসে উপস্থিত হন। এ সময় তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এরপর তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তাঁর এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

ইউএনও মাহমুদা জাহান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সে লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ও দানে কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হচ্ছে। পরিদর্শনের অংশ হিসেবে আজকেও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি।