০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • তারিখ : ১০:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 77

আতাউর রহমান।।
মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার ( ২৪ জুন ) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য সহকারীদের দাবি গুলোর মধ্যে রয়েছে, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে “উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা, চাকুরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, মাঠ পর্যায়ে বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা।

বক্তারা বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচী চলমান থাকবে বলেও জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশন ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সভাপতি মো. ইউসুফ সরকার, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

তারিখ : ১০:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আতাউর রহমান।।
মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার ( ২৪ জুন ) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য সহকারীদের দাবি গুলোর মধ্যে রয়েছে, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে “উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা, চাকুরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, মাঠ পর্যায়ে বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা।

বক্তারা বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচী চলমান থাকবে বলেও জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশন ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সভাপতি মো. ইউসুফ সরকার, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।