ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনিরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছোটধুশিয়া গ্রামে গতকাল সোমবার (৩ মে) সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নিহাদুল ইসলাম নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের মাসুক সরকারের ছেলে নিহাদুল ইসলাম (৪) পরিবারের সকলের অজান্তে খেলার ছলে পুকুরের পানিতে পরে যায়।

পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন দিকে খুঁজাখুঁজি করে। এক পর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে শিশু নিহাদুলকে ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিহাদুলকে মৃত ঘোষনা করেন। পরে একইদিন দুপুরে জানাযা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page