ভরাসার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভরসার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গনে ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন। এছাড়াও নিজেদের স্কুল দিনের স্মৃতিচারণ করেন।

পরে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন র ্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

ওই ব্যাচের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রাব্বি বলেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিলো আমরা বন্ধুরা এক হবো। আনন্দ করবো। সে লক্ষ্যে সবাইকে জানাই। বন্ধুরা রাজি হয়। আমরা অনুষ্ঠানে অনেক আনন্দ করেছি।

এ সময় উপস্থিত ওই ব্যাচের শিক্ষার্থী নোমান হোসেন, তাসরিন হোসেন, আবু কাউছার, মাহবুব হাসান রাজিব, শাহ আলম অনিক, হারুন উর রশীদ, ফখরুল ইসলাম, সানজিদা ইসলাম শিমু, নাজমা আক্তার রত্না, শাহনেয়াজসহ অন্যান্যরা উচ্ছাস প্রকাশ করে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

এ সময় যারা প্রবাসী ছিলেন তারা অনলাইনে ভিডিও কলে যুক্ত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি আবদুল ওয়াদুদ, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাবেক শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্কুলের ওয়াদুদ খন্দকার, ববিতা রানী, সাবেক শিক্ষক বিকাশ চন্দ্র দাশ, সিদ্দিকুর রহমান, হারুন উর রশীদসহ অন্যান্য শিক্ষকগণ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page