ভার্ড ও স্প্রীহা ফাউন্ডেশন (Spreeha Foundation) এর চুক্তি সম্পাদিত

মনোয়ার হোসেন।।
চক্ষু সেবায় ভার্ড এর ২৬ বৎসর (১৯৯৮-২০২৪)। ১১ মার্চ ২০২৪ তারিখে ভার্ড ও স্প্রীহা ফাউন্ডেশন (Spreeha Foundation) এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। উপরোক্ত চুক্তির আওতায় স্প্রীহা ফাউন্ডেশন (Spreeha Foundation) ভার্ড চক্ষু হাসপাতাল, ওসমানী নগর, সিলেট ও ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবাল নগর, সুনামগন্জ এর মাধ্যমে ১,১০০ শত দরিদ্র চোখের ছানি রোগীদের বিনা মূল্যে (ফ্রী) অপারেশনের জন্য ভার্ড কে আর্থীক সাহায্য প্রদান করবে।

প্রাথমিক পর্যায় উক্ত প্রকল্পটি পাইলট প্রকল্প হিসাবে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে প্রকল্পটি দীর্ঘ মেয়াদের জন্য চলমান থাকবে।

Spreeha Foundation এর পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন স্প্রীহা এর জনাব Tazin Shadid, Founder & Executive Director. ভার্ড এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জনাব, এমরানুল হক কামাল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,ভার্ড।প্রকল্পটি আগামী ১৬/০৪/২০২৪ তারিখ থেকে বাস্তবায়নের কাজ শুরু হবে।

আগ্রহী দরিদ্র রোগীদের চক্ষু পরীক্ষা করে সংশ্লিষ্ট ভার্ড চক্ষু হাসপাতালে তালিকা ভূক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page