ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে লাকসামে ৫ ব্যবসায়ীকে জরিমানা

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে পাঁচটি খাবার হোটেলে ৮০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার ২৭ জানুয়ারি সকালে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম।

এ সময় লাকসাম বাইপাসে ফরিদ হোটেল এন্ড রেস্টুরেন্টে ১০হাজার, হাজী বিরিয়ানী ২০হাজার, হাজীর বিরিয়ানি ২০ হাজার, হাজী নান্না বিরানি ২০হাজার ও স্বদেশ রেস্তোরায় ১০ হাজার টাকাসহ মোট ৮০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম বলেন, ভোক্তাদের পুরাতন ভোজ্য তেল, অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবার পরিবেশনের দায়ে তাদের এই জরিমানা করা হয়। আগামী দিনে ভোক্তাদের মানসম্মত ও ভেজালমুক্ত খাবার পরিবেশন করতে হবে। অন্যথায় এসব খাবার হোটেল সিলগালা করে দেয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page