নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দুটি ওয়ার্ড কমিটি নিয়ে ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে ওই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সমর্থিতরা মিছিল ও মানববন্ধন করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ আব্দুল মতিন বাবুল জানান, ‘আমাদের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের জন্য আমাকে দায়িত্ব দেন।
স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের পরামর্শ এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দিকনির্দেশনায় ইতিপূর্বে ৭টি ওয়ার্ড কমিটি গঠন করি। নির্বাচন ঘনিয়ে আসায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের পরামর্শে গত ১ অক্টোবর অবশিষ্ট ২ ও ৮নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেই। এতে ইউপি চেয়ারম্যানের প্রস্তাবিত লোকজনের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের নানা অভিযোগ থাকায় তাদের সভাপতি-সেক্রেটারী পদে রাখা হয়নি।
এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান কামাল হোসেন, তার মামাতো ভাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলামের (সাবেক মেম্বার) নেতৃত্বে হাসনাবাদ এলাকায় ২০/২৫ জন লোক এনে মিছিল করেছে। মিছিলে তারা আমার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ শ্লোগান দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।
সৈয়দ আব্দুল মতিন আরও বলেন, মন্ত্রীর ইজ্জতের দিকে চেয়ে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছি। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা বিগত ১২/১৪ বছরে কোন কমিটি দূরের কথা, এলাকার উন্নয়ন কিংবা দলের স্বার্থে কোন অবদান রাখতে পারেননি। তারা বিএনপি-জামাতের দোসর। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এলাকার সকল স্তরের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তবে আমি নেতা-কর্মীদের কোন ধরনের বিশৃঙ্খলা না করার জন্য বলেছি। তাই তারা আজ হাসনাবাদ-লক্ষনপুর সড়কে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ব্যবস্থা নেবেন।
সোমবার বিকেলে মনোহরগঞ্জের হাসনাবাদ-লক্ষনপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার, সেক্রেটারি মোঃ নুরুজ্জামান, সাবেক সহ-সভাপতি মোঃ আবু তাহের ভূঁইয়া, আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম বেপারি, ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি সফিকুর রহমান বেপারি, জাহাঙ্গীর আলম, সফিকুর রহমান সুমন, মোঃ শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন জানান, ২ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সংক্ষুব্ধ লোকজন মিছিল করেছে। এখানে আমার বা যুবলীগের কোন সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় মঙ্গলবার (৩ অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমরা আজ বসছি। আলোচনার মাধ্যমেই এটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।