০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার

মনোহরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • তারিখ : ১০:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 435

মনোহরগঞ্জ প্রতিনিধি॥
গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৪নং ঝলম উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রাম আদালত একটি সময়োপযোগী উদ্যোগ। অনেক দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব। এতে জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতের মামলার চাপও হ্রাস পাবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র ও সরকারকে একসাথে না মিলিয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। গ্রাম আদালত রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ সেবা, এটিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে।” ইউএনও প্রতি মাসে অন্তত ১০টি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তির জন্য জমা দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ইকবাল হোসেন ও আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন অত্র ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার আচার্য।

বক্তারা জানান, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষত নারীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সক্ষমতা বৃদ্ধি করা।

প্যানেল চেয়ারম্যান ছালেহা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

মনোহরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারিখ : ১০:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

মনোহরগঞ্জ প্রতিনিধি॥
গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৪নং ঝলম উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রাম আদালত একটি সময়োপযোগী উদ্যোগ। অনেক দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব। এতে জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতের মামলার চাপও হ্রাস পাবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র ও সরকারকে একসাথে না মিলিয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। গ্রাম আদালত রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ সেবা, এটিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে।” ইউএনও প্রতি মাসে অন্তত ১০টি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তির জন্য জমা দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ইকবাল হোসেন ও আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন অত্র ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার আচার্য।

বক্তারা জানান, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষত নারীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সক্ষমতা বৃদ্ধি করা।

প্যানেল চেয়ারম্যান ছালেহা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।