মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোপ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকালে মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এসে শেষ হয় । শেখ হাসিনার সরকার আমলে ৭ই জানুয়ারি ২০২৪ ইং প্রহসনের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ন আহ্বায়ক এস,এম মুনসুর আলম, মনজুরুল আলম (মজনু), সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান দোলন, যুবদল আহ্বায়ক রহমত উল্ল্যাহ জিকু, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুুমদার,খিলা ইউনিয়ন যুবদলের সেক্রেটারি জাকির হোসেন ভোলন, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদী, শাওন, প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page