মো হাছান।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সুশীল সমাজ ব্যবসায়ী জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদের মিলনআয়াতনে।
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি বক্তব্য বলেন, আওয়ামীলীগ ক্ষমতা আসার পরে এলাকায় সুশাসন কায়েম হয়েছে।
মানুষের সুন্দর জীবন যাপনের ব্যবস্থা হয়েছে। দুর্নীতি চাঁদাবাজদের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পেয়েছে। ব্যবসয়ীরা স্বাধীনভাবে ব্যবসা করে যাচ্ছেন এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। প্রশাসন জনপ্রতিনিধি রাজনীতিক নেতৃবৃন্দ কে নিদর্শনা দিয়ে তিনি বলেন, লাকসান – মনোহরগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত করতে হবে। প্রশাসন জনপ্রতিনিধি রাজনীতিক নেতৃবৃন্দ কে মাদক নির্মূলে কাজে এগিয়ে আসতে হবে। তাহলে সহজে মাদক নির্মূল করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মাস্টার সোলাইমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড তানজিনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কমল, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো কামাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মো আলমগীর হোসেন বিএসসি, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো কামাল হোসেন, খিলা ইউপি চেয়ারম্যান মো আল আমিন ভূঁইয়া, বিপুলাসার ইউপি চেয়ারম্যান মো ইকবাল মাহমুদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমূখ।
আরো দেখুন:You cannot copy content of this page