নেকবর হোসেন।।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ ধ্বংসের অপচেষ্টা এবং গোপন তৎপরতায় সক্রিয় সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর রামঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানান।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোপন সংগঠনের নামে একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ছাত্রদল এ ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশীদ প্রিমু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলাইমান মুন্সি, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকি প্রমুখ।
বক্তারা আরও বলেন, একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এই ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে রাজপথে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আরো দেখুন:You cannot copy content of this page