০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল–জরিমানা, আসছে নতুন অধ্যাদেশ কুমিল্লায় কন্যার মুখে কুরআন শুনে অনুপ্রাণিত, স্বপরিবারে ইসলাম গ্রহণ শ্যামল-সোনালীর কুমিল্লায় উল্টো পথে আসা অটোর সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, চালক নিহত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আলোর দিশারী’র পক্ষ থেকে দাউদকান্দির নবাগত ইউএনও কে ফুল দিয়ে বরণ দাউদকান্দিতে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে গ্রামবাসী কুমিল্লায় রাতের আধারে কীটনাশক ছিটিয়ে কৃষকের ৬০ শতক জমির সবজি নষ্ট বুড়িচংয়ে নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কুমিল্লায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • তারিখ : ১১:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 158

নেকবর হোসেন।।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ ধ্বংসের অপচেষ্টা এবং গোপন তৎপরতায় সক্রিয় সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর রামঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানান।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোপন সংগঠনের নামে একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ছাত্রদল এ ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশীদ প্রিমু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলাইমান মুন্সি, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকি প্রমুখ।

বক্তারা আরও বলেন, একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এই ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে রাজপথে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

error: Content is protected !!

মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তারিখ : ১১:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

নেকবর হোসেন।।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ ধ্বংসের অপচেষ্টা এবং গোপন তৎপরতায় সক্রিয় সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর রামঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানান।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোপন সংগঠনের নামে একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ছাত্রদল এ ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশীদ প্রিমু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলাইমান মুন্সি, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকি প্রমুখ।

বক্তারা আরও বলেন, একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এই ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে রাজপথে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।