স্টাফ রিপোর্টার।।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে ধারন করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি, মোঃ খাইরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি মোঃ খায়রুল আলম বলেন, আপনারা ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আসবেন, আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন, আমরা তা সমাধান করার চেষ্টা করবো।
আমরা যে সেবা গুলো করে যাচ্ছি জনগণকে তা সঠিক হচ্ছে কিনা তা বোঝার জন্যই আপনাদের মতামতের দরকার হয়। সে জন্যএই ওপেন হাউজ ডে’র আয়োজন। আপনার এলাকার সমস্যা গুলো আপনারাই জানবেন, তাই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসে কোথায় কি সমস্যা আছে তা আমাদেরকে জানাবেন, আমরা তা সমাধানে কাজ করবো।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের ময়নামতি হাইওয়ে থানার সভাপতি, সাধারন সম্পাদক সহ বাস ও ট্রাক মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র থানার এসআই খোরশেদ আলম।
আরো দেখুন:You cannot copy content of this page