স্টাফ রিপোর্টার।।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ কুমিল্লার মাহাতাব উদ্দিন ভূঁইয়াও অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। তিনি জানান, মাহাতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এই নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। আর পুরো ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।
নিহত মাহাতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবা মিনহাজ ভূঁইয়া রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে পরিবারসহ বসবাস করতেন। দুই ভাইবোনের মধ্যে মাহাতাব ছিল ছোট। তার বড় বোন নাবিলা একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী।
মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া জানান, ‘‘ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। ঠিক তার নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ধরে যায়। সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় মাহাতাবের গায়ে আগুন ধরে যায়।’’
গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে বিধ্বস্ত হয়। এরপর থেকে আহত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন।
আরো দেখুন:You cannot copy content of this page