মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কুমিল্লা শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক।।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কুমিল্লায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৭ উপজেলার সহস্রাধিক শিক্ষক -কর্মচারী অংশ নেন।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে এবং চলতি বাজেটে বরাদ্দ রাখার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও এ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হল মাঠের সামনে মানববন্ধন শেষে টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা প্রদান সহ চলতি বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে তারা বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক এবং সময়োপযোগী। এই দাবি মেনে নেয়া হলে শিক্ষা কার্যক্রম আরো তারান্বিত হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জহিরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মজুমদার। এ সময় অন্যান্য শিক্ষক নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, অধ্যক্ষ আব্দুল মান্নান, আব্দুল মোমেন, সফিকুর রহমান খান, মোহাম্মদ আবু তাহের, আব্দুল কাইয়ুম, তোফাজ্জল হোসেন, গফুর ফারুক, জাকির হোসেন ভূঁইয়া, বিষ্ণুপদ দে, মোঃ নুরুল আমিন, আলি আহমেদ সহ অন্যান্যরা।

সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার ১৭ টি উপজেলার সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page