মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুড় ইউনিয়নে জাহাপুড় বাজারে মা-বাবা দোয়া রাইস মিলে ইয়াবার হাট বসিয়ে মাদক বিক্রি করছেন রাসেল মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে নিজ দোকান থেকে ১৯৭ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইস মিলে তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার ১৯৭ পিস ইয়াবা সহ মাদক কারবারি রাসেলকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাসেল জেলার তিতাস থানার উত্তর মানিকনগর গ্রামের মৃত আলী আহাম্মদ এর ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।